আওয়ার ইসলাম: পাকিস্তানে রুটির দাম বাড়ানো হলেও চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইমরান খান সরকার। এক ধাক্কায় তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে।
পেট্রোলে লিটার প্রতি দাম বেড়েছে ৫.১৫ টাকা। বর্ধিত দাম হয়েছে ১১৭.৮৩ টাকা। হাই স্পিড ডিজেলের দাম বেড়েছে ৫.৬৫ টাকা। কেরোসিনের দাম বেড়েছে ৫.৩৮ টাকা ও লাইট ডিজেলের দাম বেড়েছে ৮.৯ টাকা।
এর আগে বিপাকে পড়ে রুটির দামও বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু সাধারণ মানুষের চাপে দাম কমিয়েছে ইমরান খান সরকার।
নান ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। বর্তমানে সেখানকার বিভিন্ন শহরে নান বিক্রি হয় ১২ টাকা থেকে ১৫ টাকায়। গ্যাসের শুল্ক ও আটার দাম বৃদ্ধির আগে এই দাম ছিল ৮ টাকা থেকে ১০ টাকা।
একইভাবে বর্তমানে রুটির দাম ১০ থেকে থেকে ১২ টাকা। আগে এর দাম ছিল ৭ থেকে ৮ টাকা।
‘ইন্টারব্যঅশনাল মনিটারি ফান্ড’ এর হিসেব বলছে, পাকিস্তানের আর্থিক বৃদ্ধি এবছর হয়েছে মাত্র ২.৯ শতাংশ, যা গত বছরেও ছিল ৫.২ শতাংশ। স্টেট ব্যাংক অফ পাকিস্তানে ফরেন রিজার্ভ হিসেবে পড়ে আছে মাত্র ৮ বিলিয় ডলার।
-এটি