আওয়ার ইসলাম: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ ইস্তায়াহ বলেছেন, ইসরায়েলের একগুঁয়েমির কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আর আলোর মুখ দেখেনি।
গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিরা এখন কঠিন সময় পার করছে। এ জন্য ইহুদিবাদী দেশ ইসরায়েলই একমাত্র দায়ী। ইসরায়েলের আগ্রাসনের নিন্দা না করে বরং আরও উসকানিমূলক বক্তব্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর চরম অন্যায় ও অবিচার করছে যুক্তরাষ্ট্র।
ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে একের পর এক অবৈধ ইহুদি বসতি গড়ে তুলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন-কানুন কিছুই তোয়াক্কা করছে না ইসরায়েল।
এর আগে গত ২৫ জুলাই ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সবধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চলতি মাসে জেরুজালেমের শহরতলীতে বহু ঘরবাড়ি উচ্ছেদ করে দেয়ার প্রেক্ষিতে এ চুক্তি বাতিলের ঘোষণা দেন তিনি।
-এএ