বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বনশ্রীতে আলোচনা সেমিনার শুক্রবার আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার

কর্মমুখী সমস্যার সমাধান দিয়ে এগিয়ে যেতে হবে: আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের আকাবিররা বাস্তবমুখী ছিলেন উনারা কথা কম বলতেন কাজ করতেন বেশি। আমরা যদি কথা কম বলি কাজ করি বেশি তাহলে আমাদের সংগঠন আগে বাড়বে।

বক্তৃতার সময় গরম বক্তৃতা দেয়ার লোক থাকে কিন্তু মাঠে কাজ করার সময় কাউকে পাওয়া খুঁজে পাওয়া যায় না। সমস্যার সমাধান দিতে পারলে জাতি আগে বাড়ে। কর্মমুখী সমস্যার সমাধান দিয়ে এগিয়ে যেতে হবে এবং অসহায় নিপীড়িত জনগোষ্ঠির পাশে দাঁড়াতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্র জমিয়ত বাংলাদেশের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের সদস্য সংগ্রহ মাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে ও মাইনুদ্দিন মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামার সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন, সংখ্যায় আমরা কম হলেও সাংগঠনিক কাঠামো মজবুত করতে পারলে জমিয়তের এ অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি নাজমুল হাসান কাসেমী বলেন, জমিয়তের জন্য বাংলাদেশ উর্বর জমি। বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করা সম্ভব।

এতে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক আলহাজ্ব মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারন সম্পাদক মুফতি গোলাম মাওলা, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি শরিফুল ইসলাম,

ছাত্র জমিয়ত বাংলাদেশ সহ সভাপতি লুৎফর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি চৌধুরী নাসির, ছাত্র জমিয়ত বাংলাদেশ সহসভাপতি আব্দুল ওহাব হামিদী। নেত্রকোনা জেলা প্রতিনিধি জামিল কাঞ্চনপুরী। বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগরের সাবেক সভাপতি হাফেজ বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ, প্রকাশনা সম্পাদক ফুজায়েল আহমেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মমাজাহারী, দপ্তর সম্পাদক কাউসার আহমেদ, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য মোস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ