আওয়ার ইসলাম: ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে মুসলিমদের তিন তালাক বিল। এই বিল অনুযায়ী তিন তালাক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এই বিলের কঠোর সমালোচনা করেছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, বিভিন্নভাবে যে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তারই একটা অংশ এই বিল।
মঙ্গলবার রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হওয়ার পর ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করে টুইট বার্তায় ওয়াইসি বলেন, ‘২০১৪ থেকে মুসলিমদের ওপর যে অত্যাচার চলছে এটা তারই একটা অংশ। গুন্ডা দিয়ে বা পুলিশের অত্যাচারে আমাদের দমিয়ে রাখা যাবে না। ভারতের সংবিধানে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমরা ন্যায়বিচার ও অধিকারের জন্য লড়াই করব।’
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এটা গণতন্ত্রের কালো দিন বলে মন্তব্য করেছে তারা। তারা বার্তা দিয়ে জানিয়েছে, তারা সব মুসলিম মহিলাদের তরফ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।
মঙ্গলবার রাজ্যসভায় এই বিলের পক্ষে ৯৯টি ভোট পড়ে৷ যেখানে বিপক্ষে ভোট পড়ে ৮৪টি৷ বিলের বিরোধিতায় রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে এআইডিএমকে ও জেডিইউ ও টিআরএস৷
এর আগে, বৃহস্পতিবার লোকসভায় এই বিল পাস হয়। এই বিল অনুসারে তিন তালাক দেওয়ার অপরাধে এক পুরুষের কারাদণ্ড হতে পারে।
তিনবার পরপর তালাক বলে ডিভোর্স দেওয়ার রীতি মুসলিম ধর্মে রয়েছে৷ কিন্ত এই বিল কার্ষকরী হওয়া এবার থেকে যা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।
মঙ্গলবার রাজ্যসভাতে এই বিল পাশের পর ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সমগ্র দেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন৷
আরএম/