আওয়ার ইসলাম: ঢাকার তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহম্মাদ সাঈদকে ২৬৯ ধারামতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয় দেওয়ান।
আজ বুধবার পুরান ঢাকার জনসন রোডে লার্ভা শনাক্তকরণে ডিএসসিসি কর্তৃক পরিচালিত অভিযানে এ দণ্ড দেয়া হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান শুরু করেছে ডিএসসিসি। এছাড়া ডেঙ্গু বিষয়ে সার্বক্ষণিক সেবা দিতে ডিএসসিসির হটলাইন (০৯৬১১০০০৯৯৯) চালু রয়েছে।
এ নম্বরে ফোন করলে স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু আক্রান্ত রোগীর বাসায় গিয়ে সেবা দেবেন। এছাড়া চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৭ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রান্ত পরামর্শ দিতে জরুরি সেবা নিশ্চিত করতে গুলশানস্থ নগর ভবনে একটি কল সেন্টার (০১৯৩২-৬৬৫৫৪৪) চালু করেছে। এ নম্বরে ফোন করে যে কেউ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার চিকিৎসা ও পারমর্শ নিতে পারবেন।
-এটি