আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশের ৬১ জেলায় ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
তাদের দেয়া তথ্যমতে, দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে এবং গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৯৬ জন ডেঙ্গু আকান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
২৫ জুলাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৪৭জন। তা বেড়ে ২৬ জুলাই এ সংখ্যা দাঁড়ায় ৬০৩ জনে। অনুরূপভাবে ২৭ জুলাই ৬৮৩ জন, ২৮ জুলাই ৮২৪জন এবং আজ ২৯ জুলাইয়ে এ সংখ্যা ১০৯৬ জনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র ৫ দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুনেরও বেশি।
-এটি