বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফিলিস্তিনের সীমান্ত জুড়ে বালির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ঘিরে বালির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সবটুকু সীমান্ত জুড়েই এই বাঁধ দেয়া হবে বলে জানিয়েছে তেল আবিব।

সূত্র মতে জানা যায়, দীর্ঘ এ বালির বাঁধ নির্মাণ করছে ইসরায়েলের সাউদার্ন কমান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিট।

গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতেই তেল আবিব মূলত এ বালির বাঁধ দিচ্ছে বলে জনাইয়েছে আরবি ভাষার বার্তা সংস্থা মা’ন।

ইসরায়েলের একটি ওয়েবসাইট জানায়, ইসরায়েলি সেনাদের সম্পর্কে হামাস বা কোনো প্রতিরোধকামী সংগঠন যেনো কোনো তথ্য নিতে না পারে সেজন্য ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে।

বালির বাঁধের সাহায্যে কীভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঠেকানো হবে তার কোনো ব্যাখ্যা না দিয়েই দেশটির একজন সাংবাদিক এক টুইটার পোস্টে বলেন, গাজা থেকে অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এই বাঁধ তৈরি করা হচ্ছে। এমন বাঁধ নির্মিত হলে হামাস ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে না।

প্রসঙ্গত, গত মে মাসে ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে হামাস ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিয়েছিলো। সে সময় হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতে অনেকখানি ব্যর্থ হয় ইসরায়েল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ