আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে মশা মারার কার্যকর ওষুধ সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় কয়েকটি নির্মাণাধীন ভবনে মশার ওষুধ দেয়ার সময় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, নতুন ওষুধের ব্যাপারে প্রক্রিয়া চলছে, দ্রুততম সময়ের মধ্যে এই কাজ আমরা সম্পূর্ণ করবো। আমাদের যত জটিলতা ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই জটিলতাগুলো ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠেছি। আমরা এ জটিলতা কাটিয়ে উঠবো, দ্রুততম সময়ের মধ্যে আমরা আরো বেশি কার্যক্রম ওষুধ সংগ্রহ করবো।
তিনি আরও বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবশ্যই পরিস্থিতি মোকাবেলা করতে পারব। বর্তমানে মশার যে ওষুধ রয়েছে, সেটি শতভাগ অকার্যকর এমন না, এটারও কার্যকারিতা রয়েছে। কিছু অংশ অকার্যকর। তাই দ্রুততম সময়ের মধ্যে নতুন ওষুধ আমদানি করা হবে।
এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুহা. শরীফ, কাউন্সিলল হাসিবুর রহমান মানিকসহ সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-এএ