বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


এবার ৩ বছর বয়সী ফিলিস্তিনি শিশুকে আটক করল ইসরায়েল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইহুদিবাদী সৈন্যদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার অভিযোগে তিন বছর বয়সী ফিলিস্তিনি এক শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দখলদার ইসরায়েল।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মুহাম্মাদ রবি ইলইয়ান নামের এই ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলের একদল সৈন্য অধিকৃত জেরুসালেম নগরীর ইসাইয়া এলাকায় অবস্থিত তার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এসময় শিশু মুহাম্মাদ ঘুম থেকে উঠলে তার মা তাকে জামাকাপড় পরাচ্ছিলেন।

ইসরায়েলের দাবি, সোমবার ইসাইয়া এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করার সময়ে মুহাম্মাদ রবি ইলইয়ান তাদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে।

এদিকে মানবতাবাদী একটি সংস্থা ইসরায়েলের এই আজব কান্ডের কঠোর সমালোচনা করে বলেছে, তিন বছরের একটি শিশুকে আটক করতে নিরাপত্তাবাহিনীর বড় একটি বহর ব্যবহার করা সত্যিই অদ্ভুত! একই সঙ্গে সাংবাদিক, ক্যামেরাম্যানের উপস্থিতি আরো হাস্যকর ব্যাপার!

এই ঘটনার পরে শিশু মুহাম্মাদ রবি ইলইয়ান পিতার হাত ধরে জবানবন্দী দিতে দখলদারদের থানায় যাচ্ছে-কয়েক সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনলাইন একটিভিস্টরা ইসরায়েলের কঠোর সমালোচনা করে। তারা দাবি করে, ছোট্ট শিশুটির সঙ্গে ইহুদিদের এই আচরণ স্পষ্ট ও পরিষ্কার মানবতা বিরোধী অপরাধ।

https://www.facebook.com/wafagency/videos/697593587329294/

সূত্রঃ আল জাজিরা মুবাশির, ওয়াফা নিউজ এজেন্সি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ