আওয়ার ইসলাম: রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে প্রকাশ্যে দেখা যায়নি। দীর্ঘ ১১ দিনের মধ্যে এই প্রথম প্রকাশ্যে কথা বলেন তিনি।
ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের এক সমাবেশে বলেন, যুক্তরাষ্ট্র যদি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ না করে, তবে তুরস্ক অন্য দেশ থেকে জঙ্গিবিমান সংগ্রহ করবে। এই কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দিয়ে এটির প্রয়োজন পূরণ থেকে যুক্তরাষ্ট্র আমাদের বিরত রাখতে পারবে না।
তিনি বলেন, আমাদের এফ-৩৫ যুদ্ধবিমান দেবে না? পরে অজুহাত দেখাবে, কিন্তু এ বিষয়ে আমাদের আরেকবার উদ্যোগ নিতে হবে। আমরা এই যুদ্ধবিমান অন্যের কাছ থেকে সংগ্রহ করবো।
প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর ওয়াশিংটন দাবি করছে, গত সপ্তাহে তারা ন্যাটো মিত্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বের করে দিয়েছে।
এছাড়ার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও সেই হুমকি উড়িয়ে দিয়েছে আংকারা। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আসা সহানুভূতিসম্পন্ন মন্তব্যের ওপরই ভরসা রাখতে হচ্ছে তুরস্ককে।
আরএম/