বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


সিরিয়ার একটি ধ্বংসস্তূপে তিন বোন...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমুদ্রের তীরে মুখ থুবড়ে পড়ে থাকা সিরিয়ার বাসিন্দা ছোট্ট আয়ালান কুর্দির সেই মর্মান্তিক ছবি দেখে শিউরে উঠেছিল গোটা বিশ্ব। এবার বিশ্ববাসীর চোখে পড়ল করুণ আরেকটি দৃশ্য। সিরিয়ার ইদলিব প্রদেশের আরিহা শহরে বোমা বিস্ফোরণে ভেঙে গেছে একটি বাড়ি। ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েছে তিন বোন।

এরই মধ্যে সবচেয়ে ছোট বোনকে বাঁচানোর চেষ্টায় অপর দুই বোন প্রাণপণে চেপে ধরে রেখেছে আদরের বোনের জামা। আর তাদের ঠিক পিছনে আতঙ্কে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। ইতিমধ্যেই

বুধবার এই ছবিটি তুলেছেন বাশার আল শেখ নামের এক সাংবাদিক। স্থানীয় সংবাদ ওয়েবসাইট এসওয়াই২৪ - এর সাংবাদিক তিনি। সিরিয়ার উত্তরপশ্চিম প্রদেশ ইদলিবের আরিহা শহরে যুদ্ধ বিমান হামলার পরমুহূর্তে তোলা হয়েছে ছবিটি। নেট দুনিয়ায় এই ছবিটি ভাইরাল হয়েছে।

জানা গেছে, তিন বোনের মধ্যে একজনের ইতোমধ্যে মৃত্যু হয়েছে। বাকি দুজন মৃত্যুর পথযাত্রী। পাঁচ বছর বয়সী রিহাম আল আব্দুল্লাহ ছোট বোনের সবুজ জামা ধরে নিজের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তাকে বাঁচানো চেষ্টা চালিয়ে গিয়েছে। তাকে বাঁচানো না গেলেও ৭ মাস বয়সী তোউকা মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তৃতীয় বোন দালিয়ার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। তবে তার চেস্ট সার্জারি করতে হয়েছে ।

প্রসঙ্গত, গত ১০ দিনে সিরিয়ায় দেশটির বিদ্রোহীদের দমনের নামে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ শিশুও রয়েছে। সিরিয়ার বিভিন্ন স্কুল, হাসপাতাল, মার্কেট ও বেকারিতে আসাদ বাহিনীর হামলায় এসব মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

সিরিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোয়াইট হেলমেটস’-এর সদস্যেরাই সে দিন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছিলেন রিহামদের। এখনও পোক্ত প্রমাণ না-মিললেও, তাঁদের দাবি— এই হামলা সিরিয়ার সরকার-পন্থী রুশ বাহিনীর।

ওই এলাকায় কর্মরত ব্রিটেনের এক মানবাধিকার সংগঠনের দাবি, শুধু ওই দিনেই ইদলিবের তিনটি এলাকায় রুশ বিমান হানায় ৫ শিশু-সহ প্রাণ গিয়েছে ২০ জনের। যার মধ্যে খান-শেইকুনে একই পরিবারে নিহতের সংখ্যা ১০।

স্থানীয়রা বলছেন, এপ্রিলের শেষ থেকে এমনটাই ঘটে চলেছে উত্তর-পশ্চিম সিরিয়ায়। সম্প্রতি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। গত দু’সপ্তাহে নিহতের সংখ্যা শতাধিক। ইদলিবের মতো হামা এবং পশ্চিম আলেপ্পোতেও চলছে ধ্বংসলীলা। বলা হচ্ছে, এগুলিই বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি। তাই ‘বন্ধু’ রাশিয়াকে সঙ্গে নিয়ে লাগাতার হামলা চালাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার।

আরএম/


সম্পর্কিত খবর