আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতের অপেক্ষায় থাকা প্রিয়া সাহা নিজের নিরাপত্তার কথা ভেবে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
নিউ ইয়র্কে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন যে ঘোষণা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন প্রিয়া সাহা।
বর্তমানে নিউইয়র্কে ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় রয়েছেন প্রিয়া সাহা। আপাতত গণমাধ্যমকর্মী কিংবা অপরিচিত কারোর সঙ্গেই দেখা করছেন না তিনি। এমনকি ফোনে কথা বলতেও নারাজ। জাতিসংঘের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রিয়া সাহা তার বিষয় নিয়ে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত,সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বহিস্কারকৃত এই নেতা। সাক্ষাতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভিত্তিহীন অভিযোগ করেন। ওই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন প্রিয়া সাহা। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেলে দেশে ফিরবেন বলে জানালেও এখন যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয় গ্রহণের পরিকল্পনা করছেন।
আরএম/