আওয়ার ইসলাম: রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, বিগত ২৪ ঘণ্টায় যে সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখন পর্যন্ত সর্বোচ্চ।
সংস্থার প্রতিবেদনে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৮৩ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন।
এর মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩৩ জন। রাজধানীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বছরওয়ারি পরিসংখ্যান অনুযায়ী ২০০০-২০১৮ সাল পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৫৫১, ২৪৩০, ৬২৩২, ৪৮৬, ৩৪৩৪, ১০৪৮, ২২০০, ৪৬৬, ১১৫৩, ৪৭৪, ৪০৯, ১৩৫৯, ৬৭১, ১৭৪৯, ৩৭৫, ৩১৬২, ৬০৬০, ২৭৬৯ ও ২০১৯ সালের (২৭ জুলাই পর্যন্ত) ১০ হাজার ৫৪৮ জন।
-এএ