আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নিরপেক্ষ মানুষ বিধায় তাকে হজের তদারকির জন্য পাঠানো হচ্ছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।
শুক্রবার সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, হজে কোন অনিয়ম হলে তা দেখার জন্য সিইসিকে পাঠানো হচ্ছে। হজ চিকিৎসক সহায়ক দলে অপেশাদার লোজকজন পাঠানো হলেও এতে কোন সমস্যা নেই বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, যারা সরকারি খরচে হজে যাচ্ছেন, নিয়ম মেনেই তাদের তালিকা করা হয়েছে। তবে আগামী বছর এ বিষয়ে কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।
এদিকে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, দুটি এজেন্সির শতাধিক হজযাত্রীর নির্ধারিত ফ্লাইটে হজে যেতে সমস্যা হয়েছে। এজন্য মক্কায় বাংলাদেশ হজ মিশন ও ধর্ম মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার অসহযোগিতাকে দায়ি করেছেন তিনি।
-এএ