বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রিয়া সাহার বিরুদ্ধে সরকারের আইনি ব্যবস্থা নিতে হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, দেশদ্রোহী প্রিয়া সাহার বিরুদ্ধে সরকার যদি কোনো ধরণের আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় কিংবা তার পেছনের শক্তির বলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সরকার কোনো ধরণের দুর্বলতার বর্হিপ্রকাশ ঘটায় তাহলে এ জাতি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে।

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে সংগঠনটির ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য সংগঠনের নেত্রী প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টের রাজ দপ্তরে আমার মাতৃভূমির বিরুদ্ধে যে নালিশ উত্থাপন করেছে, আমার দেশকে যেভাবে কলঙ্কিত করেছে, আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজিরকে যে কলঙ্কিত করেছে আমরা চাই প্রিয়া সাহাকে এ দেশের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করা হোক।

তিনি আরও বলেন, আমরা বলতে চাই এ দেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। এ দেশের মানুষ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। আমরা ঘুম বাদ দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর, গির্জা মন্দির পাহারা দেয়ায় অভ্যস্ত।

আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, খ্রিষ্টানদের গির্জাকে নিরাপত্তা দেই কিন্তু আমাদের মসজিদগুলোর বিরুদ্ধে কোনো ধরণের ষড়যন্ত্রকে প্রশ্রয় দিতে পারি না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের সরকার যদি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। তার বিরুদ্ধে কোনো ধরণের আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় কিংবা তার পেছনের শক্তির বলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সরকার কোনো ধরণের দুর্বলতার বর্হিপ্রকাশ ঘটায় তাহলে এ জাতি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে।

ঢাকা জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ আমিননের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালি, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, আল আবিদ শাকির ও বর্তমান সভাপতি মাওলানা জাকির হোসাইন।

-এএ


সম্পর্কিত খবর