শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই

গণপিটুনি নামের গণপশুত্বকে থামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. তুহিন মালিক ।।

রাস্তা দিয়ে যাবার সময় মানুষের জটলায় চোর ধরার দৃশ্য দেখলেন। গণপিটুনিতে উপুড় হয়ে নিথর দেহে পরে থাকা চোরের পিঠে কয়েকটা লাথি দিয়ে রিকশায় চড়ে বসলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই বাসা থেকে ফোন আসলো। আপনি যে চোরটিকে একটু আগে দু’চার ঘা কষে লাথি দিয়ে আসলেন। গণপিটুনিতে নিহত সেই হতভাগাটি ছিল আপনার পরিবারেরই একজন।

আপনার সাথে এই ভয়াবহ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটার আগেই গণপিটুনি নামের গণপশুত্বকে থামান। এই মরণঘাতি সর্বনাশা অভিশাপকে প্রতিহত করুন। প্রতিরোধ করুন। মানুষ মারার লাইসেন্স আপনাকে কে দিয়েছে?

আপনি কি জানেন, ‘কবীরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহর একটি হলো, নিরপরাধ মানুষকে হত্যা করা।’ (বুখারী: ৬৮৭১; মুসলিম:৮৮)

আল্লাহ বলেন, ‘যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো।’ (সূরা মায়েদা: ৩২)

যে নিরপরাধ মানুষটিকে আপনি গণপিটুনিতে দুচার ঘা মেরে আসলেন কিয়ামতের দিন সেই নিহত ব্যক্তি আপনাকে নিয়ে আসবে। আপনার চুলের অগ্রভাগ ও মাথা সেই নিহত ব্যক্তির হাতের মুষ্ঠিতে থাকবে। আর তার কণ্ঠনালী থেকে তখন রক্ত ঝরতে থাকবে। সে বলবে, হে রব, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সেই নিহত ব্যক্তি আপনাকে আরশের কাছে নিয়ে যাবে।’ (তিরমিযী: ২৯৫৫; মুসনাদ আহমদ: ২৫৫১ এর বর্ণনা মতে)

কদিন আগেও বলেছি। আবারও বলছি- দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এসব ভ্রান্ত গুজবের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার বিকল্প কিছু নাই। মানুষ হত্যা নয়, মানুষের জীবন বাঁচাতে যে এগিয়ে আসে তাকেই মানুষ বলে।

(ফেসবুক থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ