আওয়ার ইসলাম: সিলেটে ট্রাভেল ব্যবসার আড়ালে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার নগরীর মহাজনপট্টি, ওরিয়েন্টাল মার্কেট ও কালিঘাটের নজির চেম্বার ভবনে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ও অনুমোদনহীন ৮ ট্রাভেলস ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে সাজা দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় তার সাথে ছিলেন আটাব সিলেট জোনের সভাপতি আবদুল জব্বার জলিল।
গত সোমবার অভিযান চালিয়ে ২৩ ট্রাভেলসকে ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও ৯ জনকে সাজা প্রদান করা হয়।
গত ৯ মে বৃহস্পতিবার দালালদের মাধ্যমে সাগর পথে ইতালি প্রবেশ করতে গিয়ে ট্রলারডুবে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারান। এর মধ্যে সিলেটের অন্তত ২০ জন ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে সিলেটে মানবপাচারকারী অবৈধ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন।
-এটি