মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী : চলছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস। মাগফেরাত আর নাজাতের মাস। যে মাসে জান্নাতের সকল দরজা খুলে দেয়া হয়। বন্ধ করা হয় জাহান্নামের দরজা।
চালু হয় সকল রহমতের ফোয়ারা। প্রবাহিত হয় মাগফেরাতের ঝরণাধারা। বিশ্ব মুসলিম উম্মাহ রমজানের রোজা রাখেন। আল্লাহর ফরজ বিধান পালন করেন।
আমাদের সমাজে অনেকেই সারাবছর বিভিন্ন ধরনের পাপাচার কিংবা ফাহেসা কাজে মত্ত থাকে। কারো কারো নাজায়েজ বা হারাম জিনিস পান করা অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন, কেউ সিগারেট পান করে, কেউবা নিয়মিত মুখে গুল লাগিয়ে রাখে।
রমজান এলে তারা নতুনভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করেন। কিন্তু সারাবছরের অভ্যাস ছাড়তে পারেন না কেউ কেউ। অনেকেই পুরনো অভ্যাস হিসেবে রমজানেও মুখে গুল লাগান।
রোজা অবস্থায় গুল লাগানোর বিধান সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগে জানতে চেয়েছিলেন এক ব্যক্তি।
দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ থেকে এই প্রশ্নের জবাবে বলা হয়েছে, রোজা অবস্থায় গুল মুখে নেয়া মাকরুহ। আর যদি অসতর্কতাবশত গুল (মুখের) হলকের ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। এ জন্য গুল ব্যবহার থেকে সতর্ক থাকা উচিত।
আরএম/