আওয়ার ইসলাম: বাংলাদেশে অর্থের যে প্রবাহ রয়েছে, এতে বছরে ৩০ হাজার কোটি টাকা যাকাত দেয়ার সক্ষমতা রয়েছে এ দেশের মানুষের।
আজ শনিবার (৪ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত 'আয় বৈষম্য হ্রাসে যাকাত ও করের ভূমিকা' শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, যাকাত ও করের অর্থ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আয় বৈষম্য কমানো সম্ভব।
এর জন্য বিদ্যমান কর ব্যবস্থার সংস্কার এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকভাবে যাকাত দেয়ার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের ফলে বর্তমান সরকারের আমলে দারিদ্র্য কমে এসেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
-এটি