শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

‘রমজানের পূর্বেই বাজার নিয়ন্ত্রণ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। প্রতি বছরই রমজান মাসে চাহিদা বেশি থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এর মধ্যে অন্যতম ছোলা, ডাল, তেল, পেঁয়াজ, চিনি ও খেঁজুরসহ কয়েকটি পণ্য। এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঢাকাসহ বিভিন্ন জেলার মিল, আড়ত ও পাইকারি খুচরা বাজারে কারসাজি করে দাম বাড়ানো হয়।

বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানে ভোক্তা আইন অনুযায়ী মূল্যতালিকা থাকে না। ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে। আইন-শৃংখলা রাক্ষাকারী বাহিনী তা দেখে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনে জেল-জরিমানাসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।

রাজধানীসহ সারা দেশের পাইকারি, খুচরা বাজারসহ বিভিন্ন এলাকায় মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। গতকালর বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাটারাস্থ আস্সাঈদ মিলনায়তনে ঢাকা সিটি উত্তরের সূধীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী উপর্যুক্ত কথা বলেন।

নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আবু সাঈদ, আলহাজ আনোয়ার হোসেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, নুরুল ইসলাম নাঈম, মুফতী মাছউদুর রহমান, শেখ মুহা. সাঈফুল ইসলাম, ডাঃ মজিবুর রহমান, এ্যাডঃ শুওকত আলী হাওলাদার, হাজী আলাউদ্দিন, খলিলুর রহমান, মাওলানা জাকারিয়া প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ