রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

রমজানে অপব্যয় রোধে সতর্ক হই: খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর মাস রমজান মাস। এই রমজানের গুরুত্ব যেমন অপরিসীম তেমনিভাবে সর্বপ্রকার ‘ইসরাফ’ (অপব্যয়) থেকে বেঁচে থাকার গুরুত্বও সীমাহীন।

আজ বিকেলে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক বিবৃতিতে মজলিসে তালিমুস সুন্নাহ'র মহাসচিব, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এসব কথা বলেন।

মাওলানা আইয়ুবী বলেন, ইফতার, সেহরি ও তারাবি ছাড়াও রমজানের নিজস্ব কিছু দাবি আছে। তার মধ্যে ‘ইসরাফ’ থেকে বেঁচে থাকা অন্যতম।

এ দিকে রমজানে প্রতিটি ইবাদতের সত্তরগুণ প্রতিদান দেয়া হয়। কিন্তু এই প্রতিদান তখনই পাওয়া যাবে, যখন গুনাহ, অপচয়, অযথাকর্ম থেকে মুক্ত থাকা যাবে।

তিনি আরও বলেন, আমাদের সমাজ আজ অনলাইন কেন্দ্রীক। বর্তমান সমাজে অনলাইনের গুরুত্ব থাকলেও অতিমাত্রায় ব্যাবহার ইসলাম সমর্থন করে না। যতটুকু দরকার ততটুকু সময় দিয়ে বাকি সময় ইবাদত বন্দেগিতে কাটালে আল্লাহর দরবারে আমাদের মূল্য আরও বেড়ে যাবে।

তাই বন্ধুদের প্রতি আহ্বান, রমজানে যতটুকু সম্ভব অনলাইন থেকে দূরে থাকুন। বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। নফল নামাজে সময় ব্যায় করুন। তারতিলের তারাবী আদায় করার চেষ্টা করুন।

সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘মিডেলিস্টে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের প্রতিযোগিতা হয়। তাঁরা সারাবছর ব্যবসা করে। কিন্তু রমজানে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে দরিদ্র মানুষের হাতের নাগালে থাকে তাই তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়।

এ বিষয়টি নিঃসন্দেহে ভালো কাজ। আমরা চাই আমাদের দেশের সরকার এরকম উদ্যোগ নেবেন। পাশাপাশি ব্যবসায়ীরাও সরকারকে সহযোগিতা করবেন বলে আশাকরি।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ