আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট সমাধানের জন্য ‘শতাব্দির সেরা চুক্তি’ নামে বিতর্কিত যে শান্তি চুক্তির প্রস্তাব করেছেন ফিলিস্তিনের জনগণ কখনো তা মেনে নেবে না।
গতকাল (শনিবার) গাজা শহরে হামাসের রাজনৈতিক শাখার জাতীয় সম্মেলনে তিনি একথা বলেছেন।
হানিয়া বলেন, মার্কিন এই প্রকল্প ঠেকাতে হামাস তার সব ধরনের সম্ভাবনা ও সক্ষমতা দিয়ে চেষ্টা করবে। মার্কিন ষড়যন্ত্রের মুখে তিনি ফিলিস্তিনের সব সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হানিয়া বলেন, “যদি আন্তরিক প্রচেষ্টা ও ইচ্ছা থাকে তাহলে আমরা জাতীয় ঐক্য অর্জন ও ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারি। আমাদের জনগণ মাতৃভূমি রক্ষার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। এখন প্রয়োজন দৃঢ়ভাবে ট্রাম্পের কথিত শতাব্দির সেরা চুক্তি রুখে দেয়া; এজন্য যে ত্যাগ করা প্রয়োজন তা করতে হবে।”
হামাস নেতা বলেন, “ফিলিস্তিনের জনগণই অধিকৃত ভূখণ্ডে থাকবে এবং পূর্ণাঙ্গ মুক্তি ও স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবনবাজি রেখে লড়াই করবে।”
তিনি সতর্ক করে বলেন, প্রস্তাবিত চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে হত্যা করতে চায়। তারা উদ্বাস্তু ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ফেরার অধিকার দিতে চায় না এবং গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ বলে বলে স্বীকৃতি দিয়েছে।- পার্সটুডে।
এমএম/