আওয়ার ইসলাম: প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যেসব দেশে বাংলাদেশি প্রবাসী আছে, সেসব দেশে তাদের প্রয়োজনীয় সেবা দিতে পর্যায়ক্রমে নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স করা হবে।
মঙ্গলবার সকালে ব্রুনাইয়ের দারুস সালামের বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে তাদের অবদান সবচেয়ে বেশি। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান ।
প্রবাসীদের সুখ-দুঃখ দেখার দায়িত্ব সরকারের। এজন্য যেসব দেশে প্রবাসী থাকেন, তাদের সেবার দিক দেখভাল করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সেসব দেশে যাওয়ার পরামর্শ দেন তিনি।
-এমডব্লিউ