আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহনকারী হেলিকপ্টারে তল্লাশির অভিযোগে মোহসিন নামে একজন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ভারতের নির্বাচন কমিশন।
গত মঙ্গলবার ওড়িশার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে যাওয়ার সময় মোদিকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি করা হয়। বরখাস্ত হওয়া মোহসিন ওড়িশার সম্বলপুর জেলায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এসপিজি নিরাপত্তা বলয়ে থাকা ভিভিআইপিদের সম্পর্কে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করেছেন কর্ণাটক ক্যাডেটের এ কর্মকর্তা। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।
তবে এ ঘটনার পরে কংগ্রেসের টুইট, মোদী হেলিকপ্টারে কী নিয়ে যান, যা তিনি সারা দেশকে দেখাতে চান না। একই সঙ্গে তাদের দাবি, প্রধানমন্ত্রীর কপ্টারে তল্লাশি চালানো যাবে না, এমন কোনও নিয়ম কোথাও নেই।