আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। এ গ্রহণ চলবে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির মোট ৯৫টি আসনে।
একই সঙ্গে বিধানসভার ভোট হবে তামিলনাড়ুর ১৮টি এবং ওড়িষ্যার ৩৫টি আসনে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ-এই তিন আসনেও ভোট হবে।
তবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তামিলনাড়ুর ভেলোর এবং ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বিধিভঙ্গের অভিযোগে ভেলোরের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভোট হবে ২৩ এপ্রিল।
কমিশন সূত্র থেকে জানা গেছে , তিন কেন্দ্রে মোতায়েন হচ্ছে মোট ১৭৯ কোম্পানি বাহিনী। জলপাইগুড়িতে ৪৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। রায়গঞ্জে থাকবে ৬৪ কোম্পানি এবং দার্জিলিং কেন্দ্রের জন্য রাখা হচ্ছে ৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এ ছাড়া, স্ট্রংরুম পাহারার জন্য ৬ কোম্পানি টহলদারির জন্য ৩ কোম্পানি এবং রিজার্ভে এক কোম্পানি বাহিনী রাখা হবে।
এর মধ্যে উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী কেন নেই এই প্রশ্ন তুলে বিক্ষোভ হয়েছে। একই অভিযোগ তোলা হয় বিরোধী দলগুলোর তরফ থেকেও। তবে কমিশন সূত্র দাবি করেছে, দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণই হবে।
আরএইচ/