শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বেফাক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

৮ এপ্রিল থেকে সারাদেশে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার ৪৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিন থেকেই পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন বড় মাদরাসায় অনুসন্ধান চালিয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

অনুসন্ধানে জানা যায়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ফজিলত ১ম বর্ষের (মেশকাত জামাত) হেদায়া (৪র্থ খণ্ড) বিষয়ের পরীক্ষা। এ পরীক্ষার প্রশ্নপত্রও পাওয়া গেছে ফেসবুকে। পরীক্ষা শেষ হলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা প্রশ্নের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়।

এদিকে, আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) ফজিলত প্রথম বর্ষের হেদায়া (৩য় খণ্ড) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রশ্নপত্রও এ প্রতিবেদকের হস্তগত হয়েছে। তবে আদৌও এ প্রশ্নপত্রটি বেফাকের কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছে বেফাক কর্তৃপক্ষ। কারণ, একটি বিশেষ মহল দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে আওয়ার ইসলামের কাছে অভিযোগ করেছে বেফাক।

পরীক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবেদক সরেজমিনে রাজধানীর একটি বড় মাদরাসায় গেলে দেখা যায়, ফাঁস হওয়া প্রশ্ন সামনে নিয়ে শিক্ষার্থীরা আগামীকালের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

বিপরীতে, রাজধানীর আরেকটি বড় মাদরাসায় মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চিত্র প্রতিবেদকের চোখে পড়েছে। তারা বলেন, ‘সারাবছর আমরা পরিশ্রম করে পড়াশোনা করেছি। আজ টাকার বিনিময়ে প্রশ্ন কিনে কতিপয় ছাত্র বেফাকের মেধাবী তালিকায় উত্তীর্ণ হবে, তাহলে আমাদের সারাবছরের পরিশ্রমের কী মূল্য থাকল?’

নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি বড় মাদরাসার মেশকাত জামাতের একজন শিক্ষার্থী বলেন, ‘১১ এপ্রিল হেদায়া (৪র্থ খণ্ড) বিষয়ের পরীক্ষা ছিল। আগের দিন ১০ এপ্রিল রাত ১২টার দিকে আমি ফেসবুকে ওই বিষযের প্রশ্ন পাই। পরের দিন পরীক্ষার হলে মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল পাই সেই প্রশ্নের।’

অন্য আরেকজন শিক্ষার্থী জানান, ‘একজন ছাত্র হেদায়া (৪র্থ খণ্ড) পরীক্ষার আগের দিন রাতে মোবাইলে প্রশ্ন নিয়ে আমার কাছে আসে এবং কিতাবাদি ঘেটে প্রশ্নের উত্তর বের করে দেওয়ার অনুরোধ জানায়। আমি তাকে সাফ না করে দেই।’

প্রশ্নফাঁসের বিষয়ে বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে জানতে চাইলে আওয়ার ইসলামকে তিনি বলেন, “বিভিন্ন মাধ্যমে আমাদের কাছেও প্রশ্নফাঁসের অভিযোগ এসেছে। এ বিষয়ে বেফাকের শীর্ষ নেতৃবৃন্দরাও কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন। ” প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ