আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচন শুরুর তিন দিন আগে দলীয় ইশতেহার প্রকাশ করল বিজেপি। তাতে অযোধ্যায় বাবরী মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।
আজ সোমবার দিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে নির্বাচনী ইশতেহার 'সংকল্প পত্র' প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রধান ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণে সম্ভাব্য ও সহায়ক সব উপায় অবলম্বন করা হবে।
সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ দলের শীর্ষ নেতারা।
সূত্র: এনডিটিভি
-এএ