আওয়ার ইসলাম: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না, বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ দিন বিশ্ববিদ্যালয়ে মোটরবাইকও চলাচল করবে না। তবে নববর্ষের আগের দিন যান চলাচলে কোনো কড়াকড়ি আরোপ করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এসব তথ্য জানিয়েছেন।
ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে পহেলা বৈশাখের আগের দিন যান চলাচলে আমরা কড়াকড়ি করব না। তবে অপ্রয়োজনীয় কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসার জন্য নিরুৎসাহিত করছি। কিন্তু যারা জরুরি প্রয়োজনে আসবেন, তাদের চেক করে প্রবেশ করানো হবে। তবে বৈশাখের দিন কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে পারবে না।’
এমএম/