শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আল্লামা আহমদ শফীর বিশেষ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর তাকমিল জামাতের (দাওরা) তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষা।

৮ এপ্রিল (সোমবার) পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬ টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২৬হাজার ৭শত ২১জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা প্রায় ৭ হাজার।

হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।

পরীক্ষার্থীরা মোট ৩৬১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্রী-শিক্ষার্থীদের কেন্দ্র রয়েছে ১২৭টি। ঢাকায় ৩৯টি ছেলেদের কেন্দ্র ও ২৬টি মেয়েদের কেন্দ্র রয়েছে।

এদিকে, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষাও শুরু হচ্ছে আজ থেকে।

এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার চার শত ৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এবারও গতবারের মতো দরসিয়াত, হিফয ও কিরাআত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় গভীর মনোযোগ দিয়ে ভালো ফলাফল করতে ছাত্রদের প্রতি আদেশ দিয়েছেন আল হাইয়াতুল উলয়ার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেছেন, এটি সমাপনী পরীক্ষা, এই পরীক্ষায় ফলাফল খারাপ হলে উপরে ওঠা যাবে না।

দাওরায়ে হাদীস সমাপনী বর্ষের ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের অনেকের পড়ালেখার যিন্দেগি শেষ হয়ে যাবে। আবার অনেকেই ইলমে দ্বীনের খেদমতে যুক্ত হয়ে যাবে। তাহলে এটিই তোমাদের ছাত্রজীবনের শেষ বছর। কাজেই, পড়ালেখার প্রতি গভীর মনোযোগী হও। পরীক্ষায় ভালো রেজাল্ট করে সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতকার্য হওয়ার চেষ্টা করো।

উল্লেখ্য, এটা আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর তৃতীয় পরীক্ষা হলেও জাতীয় সংসদে কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এটাই হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা।

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ