আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুহ্ন লেগেছে। সে সময় ইমরান খান ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
জিও টিভির খবর বলছে, কার্যালয়ের তৃতীয় তলায় একটি বাথরুম থেকে আগুনের উৎপত্তি। দফতরের মুখপাত্র বলেন, একটি শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে অফিসে অগ্নিনির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ও এবং ফায়ার সার্ভিসের তৎপড়তায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
সূত্র জানায়, দফতরের সবাই সুস্থ আছেন। অগ্নিকাণ্ডের সময় সবাইকে সরিয়ে নেওয়া হয়। সেসময় ভবনের ভেতরেই একটি বৈঠকে ছিলেন ইমরান। কয়েকটি সূত্র জানায়, আগুনের খবর পাওয়ার পরও বৈঠক চালিয়ে যাচ্ছিলেন তিনি। তিনি বলেন, প্রথমে তার কর্মীরা বের হবেন। সবার শেষে নিজে ভবন ত্যাগ করবেন।
কেপি