শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

সাভারে মজলিসে তালিমুস সুন্নাহ'র ইসলাহি মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক

দেশ বরেণ্য আলেম ও ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী'র মাদরাসায় (মারকাজুত তারবিয়াহ) ৬ এপ্রিল শনিবার মজলিসে তালিমুস সুন্নাহ'র ইসলাহি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। এগারোটা থেকে বয়ান শুরু করেন মাওলানা মামুনুল হক।

এ সময় তিনি বলেন, ইসলামি লাইনে কাজ করতে করতে কখনো এ কথা ভাবা যাবে না, যাক আলহামদুলিল্লাহ। অনেক কাজ করেছি। আর না করলেও চলবে। বরং সবসময়ই মনে রাখতে হবে এখনো অনেক কাজ বাকি। দ্বীনের পথে সর্বদাই চেষ্টা করে যেতে হবে। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, ওয়াজের মিম্বারগুলো আমাদের শেষ সম্বল। কিন্তু কিছু অসাধু মানুষ মিম্বার ঠিক রেখে মিম্বারের উপবিষ্ট আলেমদের ঠোটে পট্টি লাগানোর অপচেষ্টা করছে। উপস্থিত উলামায়ে কেরামদের সতর্ক করে তিনি বলেন, আমাদের কেউ যেন এই পাতা ফাঁদে পা না বাড়ায়। এই সুপারিশের ৯০ পার্সেন্ট ভালো। আর বাকি ১০ পার্সেন্ট হলো কৌশল।

তিনি উপস্থিত উলামায়ে কেরামের সামনে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসানের আন্দামানদ্বীপের নির্যাতনের ইতিহাস তুলে ধরেন। তার উপর জুলুমের ধরণ বর্ণনা দেন। সে সময় অধিকাংশ উলামাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।

মাওলানা মিজানুর রহমান চৌধুরীর মুনাজাতের মাধ্যমে শেষ হয় এ ইসলাহি মজলিস।

এতে আগতদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন দেশের শীর্ষ আলেম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

মজলিসে তালিমুস সুন্নাহ'র মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দেশের উলামায়ে কেরাম ও সাধারণ মানুষদের উক্ত মজলিসে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের ১ম শনিবার ইসলাহি মজলিসের আয়োজন করা হয় মজলিসে তালিমুস সুন্নাহ'র পক্ষ থেকে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ