শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

নির্মাণ শ্রমিক আন্দোলনের কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে নির্মাণ শ্রমিক আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন কমিটি নবায়ন করেন।

আলহাজ্ব নজরুল ইসলামকে সভাপতি, আলহাজ্ব শফিকুল আমীন খানকে সিনিয়র সহ-সভাপতি, শাহাদুজ্জামান মোল্লাকে সেক্রেটারী এবং হাজী রুহুল আমীনকে সাংগঠনিক সম্পাদক করে নির্মাণ শ্রমিক আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি পুনর্গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন নির্মাণ শ্রমিকদের আইডি কার্ড প্রদান, দুই ঈদে বোনাসসহ ক্ষতিগ্রস্ত নির্মাণ শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ দেয়ার জন্যও দাবি জানান।

তিনি বলেন, সরকার ওয়াজ মাহফিলে ওয়ায়েজিনের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওয়ায়েজিনের কন্ঠ স্তব্ধ করে দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৫ জনের তালিকার মধ্যে মুফতি ফয়জুল করিমের নামও রয়েছে। অবিলম্বে এ নাম বাদ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত মুফতি ফয়জুল করিমের নাম বাদ না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নির্মাণ শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, মুহাম্মদ হারুন অর রশিদ, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা মুহা. ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মুফতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ