আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকায় একটি ফোম ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও শিরির চালা গ্রামে অবস্থিত সিনটেক্স পলিমার ফোম ফ্যাক্টরিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, সিনটেক্স পলিমার ফোম ফ্যাক্টরিতে দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ভালুকাসহ, ত্রিশাল ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে হয়- তা এই মুহূর্তে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
তবে স্থানীয়দের অভিযোগ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আবার কেউ কেউ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করছেন।
তাৎক্ষণিক ভাবে ফ্যাক্টরির কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
-এএ