আওয়ার ইসলাম: বাণিজ্যিক ভবনে দ্রুত অগ্নি-নিরাপত্তা ঝুঁকি নিরসনে পদক্ষেপ না নিলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও ক্রুটিপূর্ণ ভবনে স্টিকার লাগিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
আজ সকালে গুলশানে অগ্নি-নিরাপত্তা নিয়ে ঢাকা উত্তরে বিশেষ অভিযান উদ্বোধন করেন মেয়র। অভিযানে, সচেতনতা তৈরির পাশাপাশি অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বহুতল ভবনও পরিদর্শন করা হবে বলে জানান তিনি।
মেয়র জানান, আবাসিক ভবনের পাশাপাশি বাণিজ্যিক ভবনেও অভিযান চলবে। নকশা দেখে ভবনগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করবে রাজউক। আর নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ যাচাই করবে সিটি করপোরেশন।
ভবনগুলোকে মডেল ভবন হিসেবে ঘোষণা করা হবে জানিয়ে মেয়র বলেন, কোন ভবনের নিরাপত্তা পরীক্ষার বিষয়ে সিটি করপোরেশনের সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কাজ করবে বিশেষ দল।
-এএ