আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা ৮ এপ্রিল (সোমবার) থেকে শুরু হবে।
বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ আল-মাদানী আওয়ার ইসলামকে জানিয়েছেন, এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার চার শত ৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এবারও গতবারের মতো দরসিয়াত, হিফয ও কিরাআত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৫ এপ্রিল) এক বৈঠকে বেফাকের মহা-সচিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের দুয়ার মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তিনি পরীক্ষার সকল কর্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে আঞ্জাম দেয়ার জন্য বোর্ডের দায়িত্বশীল এবং মাদরাসার দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সহকারী মহাসচিব মুফতি নূরুল আমীন প্রমুখ।
-এএ