শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

'বিভ্রান্ত আলেমদের তালিকায় হাক্কানী আলেমদের নাম ষড়যন্ত্রের অংশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে প্রস্তাবনা তৈরি করেছে তা ইসলামকে নিয়ন্ত্রণ করার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান ।

৬ এপ্রিল  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, কিছু বিভ্রান্ত আলেমের সাথে হাক্কানী আলেমদের মুখপাত্র মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা মামুনুল হক ও মুফতী সাখাওয়াত হোসাইন এদর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। ওলামায়ে কেরামগণ ইসলামের কথা, দীনের কথা,-কুরআন-সুন্নাহর কথা বলে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসেন। ইসলামবিমুখ করতেই এ ধরণের প্রস্তাবনা। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তাচেতনা বিরোধী কর্মকান্ড পরিচালনা করতে চাইলে দেশের ঈমানদার জনতা নিরবে বসে থাকবে না।

তারা বলেন, সরকারএধরণের চক্রান্ত থেকে ফিরে না আসলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ¦ সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্¦ শাহাদাত হোসাইন এক বিবৃতিতে বলেছেন, আলেমদের ওপর করারোপ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে প্রস্তাবনা তৈরি করেছে তা ইসলামকে নিয়ন্ত্রণ করার শামিল। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সরকার ইসলামের টুটি চেপে ধরতেই আলেমদের নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করছে।

তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তাচেতনা বিরোধী কর্মকান্ড পরিচালনা করতেই সরকার ওলামায়েকেরামের প্রতি করারোপ এবং তাদের কন্ঠ স্তব্ধ করার প্রস্তাবনা তৈরি করছে। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম নিয়ে কেউ কোন ধরণের ষড়যন্ত্র করলে তা সহ্য করা হবে না।

তিনি আরো বলেন, ভ্রান্ত ও পথভ্রষ্টদের সাথে হক্কানী ওলামায়ে কেরামের সংমিশ্রণ করে তালিকা তৈরি এবং ওলামাদের কন্ঠরোধ করার যে চিন্তা করছে সরকার তাতে পা দিলে সে পা ফুসকে যেতে পারে। ওলামাদের সাথে গাদদারী করে ইতিহাসে কেউ রেহাই পায়নি, বর্তমান সরকারও পাবে না।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ