আওয়ার ইসলাম: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের একটি জেলা বিজয় করেছে তালেবান যোদ্ধারা। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, বালা মুরকাব শহর দখলের এ লড়াইয়ে তালেবান ও সরকারি সেনা- দু পক্ষই বড় রকমের ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।
গত দুই মাস ধরে ‘বালা মুরকাব’ এলাকাটি তালেবান ও সরকারি সেনাদের জন্য সংঘর্ষের বড় ক্ষেত্র হয়ে উঠেছে। সরকারি কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে, বাড়তি সেনা মোতায়েন না করলে ‘বালা মুরকাব’ তালেবানের হাতে চলে যেতে পারে।
এ সংঘর্ষে ৩৬ জন সরকারি সেনা নিহত হয়েছে এবং কয়েকটি চেকপয়েন্ট দখলে নিয়েছে তালেবান। গত বুধবার থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ তালেবানও নিহত হয়েছে বলে জানা যায়।
তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছেন, বালা মুরকাব বিজয়ের জন্য তালেবান যোদ্ধারা চারদিক থেকে হামলা চালিয়েছে।
-এএ