শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি এলজি ও ৭রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গারা হচ্ছেন, মোচনী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে নুর আলম(২৩), একই ক্যাম্পের এইচ বল্কের মোঃ ইউনুসের ছেলে জুবায়ের(২০) ও এইচ বল্কের ইমাম হোসেনের ছেলে হামিদ উল্লাহ(২০)।

হ্নীলা ইউনিয়নের মোচনী শরনার্থী ক্যাম্পে এইচ ব্লকস্থ হাবিবের ঘোনা পাহাড়ের নিচে শনিবার মধ্যরাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে হ্নীলার মোচনী শরনার্থী ক্যাম্পের এইচ ব্লকস্থ হাবিবের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র মজুত এর খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে পাহাড়ের জঙ্গল থেকে গুলি ছোঁড়ে পাহাড়ীরা । এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে ৪টি এলজি,৭রাউন্ড তাজা কার্তুজসহ ৩ রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৩পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ৩ পুলিশ সদস্যরা হচ্ছেন, এস আই স্বপন কং, মেহেদী কং ও মং।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এমএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ