আওয়ার ইসলাম: জার্মানি ভাষায় বেনিয়ামিন ইড্রিজের লেখা ‘কুরআন ও নারী’ বইটি জার্মানে প্রকাশিত হয়েছে।
জার্মানের বয়ারান শহরের পেন্টেকোস্টাল ইসলামিক সোসাইটির ইমাম বেনিয়ামিন ইড্রিজের এ বইটি লিখেছেন। ১৯২ পৃষ্ঠা বিশিষ্ট এ বইয়ে লেখক কুরআনের দৃষ্টিতে ইসলামে নারী স্থান তুলে ধরেছেন।
অনেক ইউরোপিয়ানদের মতে ইসলামী আইন এবং নারী বিদ্বেষের সাথে অনেক স্বদৃশ্য রয়েছে। এ বই লেখার মাধ্যমে লেখক এসকল ইউরোপিয়ানদের ভ্রান্তি ধারণ দুর করা চেষ্টা করেছেন। ‘কুরআন ও নারী’ বইয়ে বেনিয়ামিন ইড্রিজ এমন কিছু বিষয় তুলে ধরেছেন যা ইউরোপীয় সমাজকে কম বিবেচনা করা হয়। বইটির উৎস কুরআন।
জার্মানে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে জানান, বইটি অনেক সহজ-সরল ভাষায় লেখা হয়েছে। ইসলাম সম্পর্কে যাদের মোটেও ধারণা নেই, তাদের জন্যেও বইটি উপযুক্ত।
যারা এ ইসলাম সম্পর্কে আরো জানতে চায়, তাদের বইটি পড়ার পরামর্শ দেয়া হয়। যারা ইসলাম সম্পর্কে সকল প্রকার কুসংস্কার দূর করে এই ধর্ম সম্পর্কে আরো বেশি জানতে চায় তাদেরকে এ বইটি পড়ার জন্য আহ্বান করা হয়েছে।
-এএ