শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

এক মাসেও বাড়ি ফেরেনি মাদরাসা ছাত্রী লিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হবার পর ১ মাস পেরিয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্রী লিজা আক্তরের (১৪)। মেয়ের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন লিজার মা। পরিবারের ধারণা, লিজাকে অপহরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা ও র‌্যাবের কাছে অভিযোগ দিলে তারাও লিজার কোনও সন্ধান দিতে পারেনি।

জানা গেছে, স্বামীহারা রুবিয়া বেগম তার দুই ছেলে মেয়ে নিয়ে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কের একটি বাড়িতে থাকতেন। লিজা গোয়ালচামটের ২নং সড়কে অবস্থিত ইসলামিয়া মহিলা মাদরাসায় পড়ালেখা করতো।

গত ৫ মার্চ সকালে লিজার মা রুবিয়া বেগম মাদরাসায় না যাওয়ায় মেয়েকে বকাঝকা করেন। পরে রুবিয়া বেগম তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে চলে যান। সে সময় লিজা বাড়িতে একাই ছিল। রুবিয়া বেগম বাড়ী ফিরে দেখতে পান লিজা বাড়িতে নেই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনও সন্ধান পাননি তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে স্থানীয় র‌্যাব ক্যাম্পেও অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম সিদ্দিকী জানান, দেশের বিভিন্ন থানায় ম্যাসেস পাঠানো হয়েছে। লিজার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ