শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

সেই প্রকৌশলীর অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন স্তরের প্রকৌশলীরা।

আজ সকালে এই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চারটি সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সমাবেশে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বক্তব্য দেন। তারা প্রকৌশলী পলাশকে চট্টগ্রাম থেকে বহিষ্কারের দাবি জানান।

গত ১ মার্চ সন্ধ্যায় আন্দরকিল্লার নগর ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে গৃহায়ণ কর্তৃপক্ষের ৬জন প্রকৌশলীর সঙ্গে আলোচনার একপর্যায়ে ওই প্রকৌশলীর কথা কাটাকাটি হয় মেয়রের সঙ্গে। এ সময় তিনি মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। তবে মেয়রের বিরুদ্ধে থাপ্পর মারার পাল্টা অভিযোগ আনেন ওই সহকারী প্রকৌশলী।

হালিশহর পোর্ট কানেকটিং রোডে জলাবদ্ধতা নিরসনে গৃহায়ণের জায়গার ওপর দিয়ে নালা নির্মাণ করতে গেলে সিটি কর্পোরেশনকে বাধা দেয় গৃহায়ণ কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়েই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলতে না দিয়ে সহকারি প্রকৌশলী আশ্রাফুল ইসলাম মেয়রের সঙ্গে তর্কে জড়ান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ