আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের দেয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার আর হাওলাদারকে দুদকে হাজির হতে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাওলাদারের করা এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, দুদকের তলবের নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছে আদালত। ফলে দুদকের তলবে আগামীকাল উনাকে হাজির হতে হচ্ছে না।
প্রসঙ্গত, সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গতবছর ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুদক। কিন্তু তখন নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।
এরপর গত ২৮ মার্চ তাকে ফের চিঠি পাঠান দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় সেখানে।
-এএ