শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

তুরস্কের ব্যাপারে আশা ছাড়ছে না আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক কয়েক দফা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা থেকে সরে আসবে না আঙ্কারা। কিন্তু আমেরিকা এখনও আশা করছে, রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ কিনবে আঙ্কারা।

মঙ্গলবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেন, তিনি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল করবে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কয়েক দফা ফোনে কথা বলে তাকে প্যাট্রিয়ট কেনার প্রস্তাব দিয়েছেন জানিয়ে শানাহান বলেন, তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বোঝাতে সক্ষম হয়েছেন, দাম ও সহজলভ্যতা সব দিক দিয়ে প্যাট্রিয়ট রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্রের চেয়ে ভালো।

প্রসঙ্গত, তুরস্ক একাধিকবার বলেছে, মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসবে না আঙ্কারা।

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো জানিয়েছে, তুরস্কের জন্য এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ আগামী মাসে শেষ হবে এবং জুলাই মাসে মস্কো তা আঙ্কারার কাছে হস্তান্তর করবে।

এর আগে সোমবার একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার জেরে তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করা বন্ধ করে দিয়েছে আমেরিকা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ