আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এক শিক্ষার্থীকে মারধর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচারের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। তিনি বলছেন, এরমধ্যে যদি অপরাধীদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে নতুন কর্মসূচি দেয়া হবে।
বুধবার সকাল নয়টার পর উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বৈঠক হয়। বৈঠকে উপাচার্য তাদের দাবি মেনে নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান ভিপি নূর। বৈঠক শেষে রাজু স্মারক ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল তা স্থগিত করা হয়েছে।
সেখানে দাঁড়িয়ে নুর সাংবাদিকদের বলেন, আমরা সোমবার পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে আমরা দেখতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়। অন্যথায় আমরা নতুন কর্মসূচি দিতে বাধ্য থাকব।
বৈঠক শেষে বেরিয়ে আসার পর ডাকসুর ভিপি নূর সাংবাদিকদের বলেন, বৈঠকে উপাচার্যের কাছে এসএম হলে শিক্ষার্থীকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে। এছাড়া প্রত্যেক হল থেকে বহিরাগতদের তাড়িয়ে ঢাবির শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা এবং কোন শিক্ষার্থী কোন রুমে থাকে তার ডাটাবেজ তৈরি করার প্রস্তাব দেয়া হয়েছে। ঢাবি উপাচার্য আমাদের দাবি মেনে নেয়ার বিষয়ে আশ্বাস্ত করেছেন।
ডাকসু ও হল সংসদের নির্বাচনের সময় এসএম হলে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েও শেষ মুহূর্তে প্রত্যাহার করা ফরিদ হাসানকে সোমবার রাতে পিটিয়ে আহত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
হামলায় জড়িতদের বিচার দাবিতে ডাকসুর ভিপি নূরের নেতৃত্বে বিকালে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিল বেরোয়।
শতাধিক শিক্ষার্থীসহ মিছিল নিয়ে নূর এস এম হলে ঢুকলে তাদের ওপর হামলা হয়। হামলার আহত হওয়া ডাকসুর ভিপি নুরুল হক নূর এই ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ চার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান ঢাবির ভিসি আখতারুজ্জামান। পরে একটি মাইক্রোবাসে করে ডাকসুর ভিপি নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ প্রতিবাদী শিক্ষার্থীদের নিজ কার্যালয়ে নিয়ে যান ভিসি। তাদের সঙ্গে কার্যালয়ের লাউঞ্জে বৈঠক করেন।
আরএম/