বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


লক্ষীপুরে পুলিশের উদ্যোগে নও মুসলিম পরিবারকে দোকান নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ গাজী তারেক রহমান

লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে নও মুসলিম আব্দুর রহমানকে উপার্জনের জন্য এলাকাবাসীর সহযোগিতায় এক লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি দোকান (মালামালসহ) আব্দুর রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে।

রামগঞ্জ থানার মানবতার ফেরিওয়ালা খ্যাত পুলিশ অফিসার এস আই জহির উদ্দীনের উদ্যোগে এ মহৎ কাজ সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) নও মুসলিম আব্দুর রহমানের পরিবারকে দোকানটি হস্তান্তর করা হয়।

নও মুসলিম আব্দুর রহিমের বিষয়টি জানতে পেরে তার বাড়িতে ছুটে যান পুলিশ অফিসার এস আই জহির উদ্দীন। ‍তিনি তার বন্ধু ও নিকট আত্মীয়দের এ নও মুসলিম পরিবারকে সহযোগিতার জন্য অনুরোধ জানান।

ফেব্রুয়ারির ১৮ তারিখ থেকে জহির উদ্দীন রামগঞ্জের একাধিক সমাজসেবা ও মানবিক সংগঠনগুলোর কাছ থেকে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা সংগ্রহ করেন।

এ বিষয়ে এস আই জহির উদ্দীন গণমাধ্যমকে বলেন, আমি প্রায় এক লাখ দশ হাজার টাকা বিভিন্ন মাধ্যম হতে সংগ্রহ করেছে। এছাড়াও পদ্মা ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী জনাব আনোয়ার সাহেব আর্থিকভাবে কাজটিতে সহযোগিতা করেছেন।

সর্বপরি আমার যেসব বন্ধু ও নিকটাত্বীয়গণ নও মুসলিম পরিবারটির জন্য সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন, তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ, পদ্মা ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, গত ১৪ই ফেব্রুয়ারি উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর কুরি বাড়ির পলাশ কুরি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে আদালতে গিয়ে নাম পরিবর্তনের মাধ্যমে ইসলাম গ্রহন করেন।

পলাশ কুরির স্থলে আব্দুর রহমান এবং স্ত্রী শিখা রানী কুরির স্থলে সুমাইয়া বেগম, বড় মেয়ে অন্বেষা রানী কুরি স্থলে আয়েশা আক্তার, ছোট মেয়ে উর্সি রানী কুরি স্থলে খাদিজা আক্তার এবং পুত্র আবির চন্দ্র কুরি স্থলে মোঃ ইব্রাহিম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ