বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাগলকে বাঁচাতে গিয়ে এক তরুনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব: চট্টগ্রামের কাপ্তাই রোডে মদুনা ঘাট এলাকায় সিএনজির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে সাজ্জাত হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হন। সে নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাস করে বর্তমানে চট্টগ্রাম আদালতে ইন্টার্নি করছিলেন।

শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা যায়, সজ্জাদ বিয়ে খেয়ে ফেরার পথে চট্টগ্রামের কাপ্তাই রোডে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। প্রথমে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হলেও পরবর্তীতে অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানের কর্মরত চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিহত সাজ্জাদ হোসেন নগরী নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ হোসেনের ছেলে। নগরীর আলফালা গলিতে পরিবারের সাথে থাকতেন।

তার বন্ধু জানান, আমরা বিয়ে খেয়ে ফিরছিলাম চট্টগ্রামের কাপ্তাই রোডে বাইকের সামনে পাগল লোক চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে এ এক্সিডেন্ট হয়। এক্সিডেন্ট হওয়ার কয়েক মিনিট আগে হেলমেট আমাকে দিয়েছিল।

আজ দুপুর ২ টায় নাসিরাবাদ বয়েজ স্কুলের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ