আওয়ার ইসলাম: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মাত্র আটান্ন বছর পর বাংলাদেশের লালমনিরহাটে গড়ে ওঠা সাহাবী মসজিদের জুমার নামাজের খুতবায় বিশিষ্ট আলেম লেখক ও গবেষক খতিব তাজুল ইসলাম বলেছেন, সাহাবিদের পদধন্য এ নগরী হয়ে উঠুন শিক্ষার কেন্দ্র।
তিনি বলেন, আমাদের সৌভাগ্য বাংলাদেশে রাসুল সা. এর যুগের মাত্র আটান্ন বছর পরই সাহাবীরা এসেছেন এবং মসজিদ কায়েম করেছেন। আমাদের উচিত একে সংরক্ষণ করা এবং এ নগরীকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলা।
আজ (২৯ মার্চ) আননুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান খতিব তাজুল ইসলাম, লালমনিরহাট সফরে সাহাবী মসজিদে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।
৬৯ হিজরি ৬৮৯-৯০ সনের এ মসজিদটিকে তারা পুনর্ণিমাণ ও এলাকায় শিক্ষার বিস্তারে বেশ কিছুদিন ধরেই কাজ করছে এ এলাকায়।
লোকমুখে হারানো মসজিদ নামে খ্যাত উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস এলাকায় মসজিদটির অবস্থান।
মসজিদটিতে পাওয়া শীলালিপিতে জানা যায়, এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মাত্র আটান্ন বছর পরই গড়ে উঠেছে।
ধারণা করা হয়, মহানবীর সা. জন্মগ্রহণের ৫০ বছর পরেই বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। লালমনিরহাট জেলায় আনুমানিক ৬২০ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইসলামের আবির্ভাব ঘটেছিল।
লালমনিরহাটে মসজিদটির যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে- এতে কালেমা তায়্যিবা ও ৬৯ হিজরি লেখা রয়েছে।
আরআর