আওয়ার ইসলাম: মাদারীপুরে মাহফিলের যাত্রী বহনকারী একটি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাত মুসল্লি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত অর্ধশত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৬৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫)। এদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে মাদারীপুর সদরের ভাঙ্গাব্রিজ এলাকায় ফিরছিলেন মুসল্লিরা। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে চারজন নিহত হয়।
হাসপাতালে নেয়ার পরে মারা যায় আরো তিনজন। এতে আহত হয় অন্তত অর্ধশত।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় সাতজন নিহত হলেও এর সংখ্যা বাড়তে পারে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত আছেন অর্ধশত। নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের চিকিৎসা চলছে বলে জানান ওই চিকিৎসক।
আরআর