আওয়ার ইসলাম: সড়ক দুর্ঘটনায় বরিশাল বিএম কলেজের ছাত্রীসহ ৭ জন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে বিএম কলজে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এসময় নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন তারা। ঘাতক বাসের রুট পারমিট বাতিলসহ আটক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
খবর পেয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী শিলা হাওলাদারসহ ৭ জন নিহত হন।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ির অনেক চাপ, সড়কটি অনেক ছোট এবং পুরনো। এ ব্যাপারে আমরা বসবো শিক্ষার্থীদের সাথে কথা বলে সমাধান করবো।
আরএম/