বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


পটিয়া সাংগঠনিক জেলার নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটিয়া সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় নবীন আলেমদের সম্মানে ‘নবীন আলেম সংবর্ধনা ও তারুণ্যের ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অডিটোরিয়াম এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান নবীন আলেমদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনা নির্দিষ্ট প্রত্যয়ে সীমাবদ্ধ রাখা সমিচীন নয়। বিভিন্ন বিষয়ে আরো প্রচুর পড়াশোনা অতিব জরুরী। সদা বিতর্কিত বিষয় এড়িয়ে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ইসলামের মানদণ্ডে আধুনিকতাকে গ্রহণ করতে হবে। মৌলিক আকিদায় দৃঢ় থেকে আগামীর পাঠ সাজাতে হবে।

'তারুণ্যের ক্যারিয়ার ভাবনা' এর উপর মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম রিয়াদ।

জেলা সভাপতি নূর আহমদ তালহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছানা উল্লাহ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড.জসিম উদ্দিন নদভী, ড.এস এম বেলাল নূর আজিজী, মু. হাসিব গোলদার, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, মাওলানা জাহিদুল হক, মাওলানা জসিম উদ্দীন, মিশকাতুল ইসলাম, শরীফুল ইসলাম আজিজী ও সাজেদুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ